টাঙ্গাইলের মির্জাপুর গণহত্যা দিবস আজ। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় দেশীয় দালালদের সহযোগিতায় পাকিস্তানী হানাদারদের হামলায় প্রাণ হারান একশ’ সাতজন নিরীহ বাঙালি।
৭ মে, ১৯৭১ সাল। আজ থেকে ৪৫ বছর আগে এই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে পাক হানাদারবাহিনী ২৯ জন নিরপরাধ বাঙ্গালীকে হত্যা করে। ধরে নিয়ে গুম করা হয় দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবিকে। পরে রাজাকারদের সহায়তায় আন্ধরা ও সাহাপাড়া গ্রামের মানুষকে পাখির মত গুলি করে হত্যা করা হয়।
সেদিন ভাগ্যক্রমে বেঁচে যাওয়ারা ব্যাক্তিরা সেদিনের দুঃসহ স্মৃতি আজো বয়ে বেড়াচ্ছেন তারা।
দিবসটি সরকারীভাবে পালনের দাবি শহীদ পরিবার ও স্থানীয়দের।