Random Video

Mota Raja, a prisoner accused of killing Srinu Naidu of Kharagpur, fell ill as a result of drug use in the jail. Jail warden arrested on the basis of CCTV footage.

2020-06-20 1 Dailymotion

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলের মধ্যেই মাদকের কারবার চালাচ্ছিলেন জেলেরই এক ওয়ার্ডেন। আর সেই মাদক সেবনে এক হাই প্রোফাইল বিচারাধীন বন্দি খড়গপুরের শ্রীনু নাইডু হত্যা মামলায় অভিযুক্ত মোটা রাজা ওরফে সুমন সিং গতকাল আচমকা জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। মুখ দিয়ে গাঁজলা বের হতে থাকে। জেল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় খতিয়ে দেখা হয় জেলের ৩৬ টি সিসি টিভির ফুটেজ। আর সেখানেই মোটা রাজার হাতে বাঁকুড়া জেলের ওয়ার্ডেন দেবব্রত ভৌমিক হেরোইনের প্যাকেট তুলে দিচ্ছেন সেই ভিডিও মেলে। তার পরই জেলের মধ্যে মাদক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই
ওয়ার্ডেনকে। আজ তাকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক ধৃত ওয়ার্ডেন কে ৮ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। এদিকে গত কালই গুরুতর অসুস্থ অবস্থায় মোটা রাজা কে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে তার অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে,জেল সুত্রে জানা গেছে ঘটনার পরেই মোটা রাজার সেলে তল্লাসি চালিয়ে সেল ফোন এবং কিছু রাংক্তা ও মাদক উদ্ধার হয়। পাশাপাশি ওয়ার্ডেন দেবব্রত ভৌমিকের জেল লাগোয়া কোয়াটার্স থেকেও তল্লাসি করে গাঁজা,হেরোইন ও ব্রাউন সুগার প্রভৃতি মাদক মেলে। দেবব্রত বাবু নদীয়া জেলার বাসিন্দা। তিনি জেলের আবাসনেই থাকতেন। তিনি কত দিন ধরে এই মাদকের কারবার চালাতেন। এবং কিভাবে তার কাছে মাদক এসে পোঁছাত তার তদন্তে নেমেছে জেলা পুলিশ।