Random Video

Suvendu Adhikari at Shahid Bedi, Nandigram: ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টা, শহিদ স্মরণে শুভেন্দু অধিকারী

2021-01-07 6 Dailymotion

কথা দিয়েও শেষপর্যন্ত আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার শহিদ দিবসে নন্দীগ্রামে যাচ্ছেন না তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারীর দলত্যাগের পরেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন মমতা। পরে বলা হচ্ছে, তৃণমূলনেত্রী নন শহিদদিবসে নন্দীগ্রামে সভা করবেন সুব্রত বক্সি। শুভেন্দুর তৃণমূল ছাড়ার পর দুপা এগিয়ে হঠাৎ করে পিছিয়ে কেন এলেন মমতা ব্যানার্জি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, এই পরিস্থিতিতে নন্দীগ্রামে মমতার সভা করার অর্থ শুভেন্দুকে বেশি মাত্রায় পাত্তা দেওয়া। তবে ৭ জানুয়ারি না গেলে কবে মমতা নন্দীগ্রাম যাবেন তানিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব। আর কেনই বা যাচ্ছেন না, তানিও দলের কেউ মুখ খোলেননি। ২১-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কার দখলে আসতে চলেছে, সেই নিয়ে শাসক-বিরোধী শিবিরে উত্তেজনা তুঙ্গে। ৬ জানুয়ারি রাত ১২ টা বাজার পরই শহিদদের সম্মান জানালেন শুভেন্দু অধিকারী, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে করলেন আক্রমণও।