Random Video

ED summoned Kunal Ghosh: সারদা কেলেঙ্কারি, ইডির তলবে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ

2021-03-02 2 Dailymotion

সারদা কাণ্ডের তদন্তে ফের ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত সপ্তাহেই তাঁকে নোটিস পাঠিয়ে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সবসময়ই তদন্তকারী সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কুণাল ঘোষ এবারেও তাঁর উল্টো পথে হাঁটেননি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি কয়েকদিন আগেই ED-র নোটিশ পেয়েছি। তারিখটা সম্ভবত ২৪ ফেব্রুয়ারি। তবে জেলায় ভোট প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। মঙ্গলবার ED-র অফিসে যেতে বলা হয়েছে। আমি অবশ্যই যাব। কারণ, আমি ২০১৩ সাল থেকে কখনও কোনও এজেন্সির তদন্তে বাধা দিইনি। ভবিষ্যতেও ১০০ বার ডাকলে যাব।” তিনি আরও বলেন, “আমার ধারণা, ED-র কাছে সমস্ত নথিপত্র রয়েছে। তা সত্ত্বেও যখন ফের আমাকে তলব করা হয়েছে, তখন সমস্ত নথিপত্র নিয়েই আমি আবার যাব এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করব। এবার শুধু বাড়তি সুদীপ্ত সেনের লেখা সেই চিঠিটা পেশ করব । আমার কাছ থেকে তো বারবার কাগজপত্র চাওয়া হচ্ছে। আমি তাহলে সুদীপ্ত সেনের চিঠিটাও দেব। সেখানে অনেকগুলি নাম রয়েছে। অনেক টাকার গল্প রয়েছে। ED সেগুলি একটু দেখুক। শুধু আমাদের উপর দিয়ে আর কতদিন চলবে?”