Random Video

Katrina-Vicky এর বিয়ের কার্ড ভাইরাল, দেখুন

2021-12-08 4 Dailymotion

ক্যাটরিনা যখন রাজস্থানে বিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন, সেই সময় সলমন খান কি করছেন জানেন? সলমন খান ওই সময় রিয়াধে থাকছেন তাঁর দাবাং ট্যুরের জন্য়। সলমন খানের এই দাবাং ট্যুরের সঙ্গী এক সময় ক্যাটরিনাও ছিলেন। তবে এবার সেখানে দেখা যাবে সাই মঞ্জরেকর, শিল্পা শেট্টিদের। জ্যাকলিন ফার্নান্ডেজেরও সেখানে থাকার কথা থাকলেও, তিনি এই মুহূর্তে ভারতেই রয়েছেন বলে খবর।