Random Video

Bhowanipore Twin Murder: "সম্ভবত কেউ ঢুকে গুলি করেছে, অপরাধী শাস্তি পাবেই, জোড়া খুন কাণ্ডে মন্তব্য ফিরহাদের

2022-06-06 175 Dailymotion

হরিশ মুখার্জি রোডে জোড়া খুন, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার । ভবানীপুরে গুজরাতি ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। নিহত অশোক-রশ্মিতা শাহের শরীরে ধারাল অস্ত্রের আঘাত: পুলিশ সূত্র। দরজা খোলা, ফ্ল্যাটের ভিতরে পড়ে দম্পতির রক্তাক্ত মৃতদেহ। ফ্ল্যাটের মধ্যে আলমারির দরজা খোলা। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, "সম্ভবত কেউ ঢুকে গুলি করেছে। অপরাধী শাস্তি পাবেই। অভিযুক্ত পার পাবে না।''