Random Video

Shashi Tharoor : "মহুয়াকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে আমি বিস্মিত", ট্যুইট শশী থারুরের

2022-07-06 166 Dailymotion

কালী-বিতর্কে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে ট্যুইট কংগ্রেস সাংসদ শশী থারুরের। "তৈরি করা বিতর্ক সম্পর্কে আমি অপরিচিত নই। তা সত্ত্বেও মহুয়াকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে আমি বিস্মিত। মহুয়া যা বলেছেন, তা প্রত্যেক হিন্দু জানেন। দেশজুড়ে নানা রীতিতে পুজো করা হয়। এখন ধর্ম নিয়ে প্রকাশ্যে কিছু বললেই কেউ না কেউ আঘাত পায়। আমরা এমনই এক পর্যায়ে এসে পৌঁছেছি। নিশ্চিত ভাবেই মহুয়া কাউকে আঘাত করার চেষ্টা করেননি। প্রত্যেককে নিজের ধর্মাচারণে সুযোগ দেওয়া উচিত।"