আলিয়া ভট্ট প্রযোজিত ছবি 'ডার্লিংস'-এর ট্রেলারে কমেডির মাঝেই রহস্যের গন্ধ ভরপুর। কিচ্চা সুদীপ, জ্যাকলিন ফার্ণান্ডেজের সঙ্গে জমিয়ে নাচলেন সলমন খান। বিজয় সেতুপতির সঙ্গে আগামী ছবির প্রস্তুতিতে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। কফি উইথ কর্ণের আগামী এপিসোডে অতিথির আসনে থাকবেন বিজয় দেবরাকোণ্ডা এবং অনন্যা পাণ্ডে। বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোয় চোখ রাখা যাক এখনই।