Random Video

রাতের কলকাতায় গুলি, আহত প্রৌঢ়

2022-10-12 1 Dailymotion

এন্টালি থানার পটারি রোডে মঙ্গলবার রাত পৌনে এগারোটা থেকে এগারোটার মধ্যে গুলি চলে বলে অভিযোগ ওঠে। গুলি লাগে তেষট্টি বছরের রতন সাধুখাঁর পেটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। কে বা কারা গুলি চালিয়েছে, কেনই বা গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশীদের দাবি, কারও সঙ্গে শত্রুতা ছিল না রতনের। ঘটনার পর থেকে তাঁর পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন।