এবার একেবারে অন্যরকম সাজে ঊরফি জাভেদ। বলিউডের জনপ্রিয় ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার পোশাকে হাজির হন ঊরফি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঊরফি সেই ছবি শেয়ার করে লেখেন, এর আগে কখনও কোনও নামি ডিজাইনার তাঁকে পোশাক দেননি। ফলে তিনি নিজের পোশাক নিজেই তৈরি করে নিতেন।