Himachal Pradesh এ ফের ধস, বাড়ি ভাঙল হুড়মুড়িয়ে, বাড়ছে মৃত্যু
2023-08-16 3 Dailymotion
একটানা বৃষ্টির জেরে মৃত্যুর সংখ্য়া ক্রমশ বাড়ছে হিমাচল প্রদেশে। রবিবার রাত থেকে একটানা বর্ষণের জেরে হিমাচল প্রদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।